জনসমাগমই সংক্রমনের উর্ধ্বগতির কারণ : স্বাস্থ্য অধিদপ্তর

Tuesday, January 11th, 2022

ঢাকা : রাজনৈতিক, সামাজিক জনসমাগমকেই সংক্রমনের উর্ধ্বগতির কারণ হিসেবে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বাস্তবতায় সংক্রমনের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা জরুরি বলে মত তাদের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১১ দফা বিধি নিষেধ মানাতে আইন-শৃঙ্খলাবাহিনীর সহায়তাও নেয়া হবে বলে জানায় অধিদপ্তর। সংক্রমন বাড়ছে প্রতিদিন শতাংশের বিচারে ছাড়িয়েছে আটের ঘর। শনাক্ত দুই হাজারের ওপরে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলছেন, স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই দেশে চলমান রাজনৈতিক, সামাজিক জমায়েত উর্ধ্বগতির কারন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণ নিয়েন্ত্রনে রাখতে স্বাস্থ্য বিধি মানার কোন বিকল্প নেই। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া ১১ দফা বিধি নিষেধে স্বাস্থ্য বিধি নিশ্চিতে ভ্রাম্যমান আদালত চালানোসহ, হোটেল রেস্তোরাঁয় ভ্যাক্সিন সনদের বাধ্যবাধকতার নির্দেশনা আছে।

অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়া হবে। বিশ্বব্যাপি সংক্রমনের উর্ধ্বগতি বিবেচনায় কোনো ঝুঁকি নিতে চায় না স্বাস্থ্য অধিদপ্তর।