ডিআরইউর ফ্যামিলি ডে স্থগিত

Tuesday, January 11th, 2022

ঢাকা: দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ জারির পরিপ্রেক্ষিতে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ফ্যামিলি ডে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ডিআরইউর সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার সবশেষ পরিস্থিতি বিবেচনায় গত ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আগামী ২৯ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র ফ্যামিলি ডে-২০২২ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ডিআরইউর সাধারণ সম্পাদক।

এবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢালিস আম্বার রিপোর্টে ডিআরইউর ফ্যামিলি ডে হওয়ার কথা ছিল।