সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত মির্জা ফখরুল

Tuesday, January 11th, 2022

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে করোনাভাইরাসের ফল পজেটিভ এসেছে তার স্ত্রী রাহাত আরা বেগমের। বর্তমানে তারা দুই জনই তাদের উত্তরার বাসায় আইসোলেশনে আছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগমের শারীরিক অবস্থা এখন ভালো আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার। এর আগের দিন সোমবার করোনাভাইরাস পজেটিভ হন তার স্ত্রী রাহাত আরা বেগম।

চিকিৎসকের পরামর্শে তারা দুজন বাসাতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।