
নাটোর : নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ বুধবার ভোর রাতে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রাকচালক আবু মুসা ও আসাদুল ইসলাম নামে অপর এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ এলাকায়।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি কাঠভর্তি ট্রাকের ও পিকআপের মধ্যে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক আবু মুসা। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলামকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা চলছে।