বলিউডে অভিষেক হচ্ছে অজয়-কাজলকন্যা নাইসার

Wednesday, January 12th, 2022

বিনোদন ডেস্ক : আলোচিত জুটি অজয় দেবগন ও কাজলকন্যা নাইসার বলিউডে অভিষেক হচ্ছে বলে শোনা যাচ্ছে। আপাতত তাকে নিয়েই সরগরম বলিউড।

এ মুহূর্তে সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়ায় পড়াশোনা করছেন কাজলকন্যা নাইসা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হচ্ছে তার বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ের ছবি। এ প্রতিষ্ঠানেই পড়েছেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর।

ভারতের সংবাদমাধ্যম বলিউড লাইফের খবরে বলা হয়েছে, এবার কাজল ও অজয়ের মেয়ে নাইসাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের জনপ্রিয় জ্যোতিষী অনন্ত পাটওয়া। তার মতে, শোবিজে সফল ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় প্রতিভা, দৃঢ়তা ও ভাগ্য- এর সবই নাইসা দেবগনের রয়েছে।

তিনি বলেছেন, নাইসাকে বলিউডে আগামীতে একটি সফল ক্যারিয়ার বহন করতে দেখছি। তিনি ২০২৩ সালের পর বিশ্বের কাছে সমাদৃত হবেন। নাইসা দেবগন তার বাবা-মাকে গর্বিত করতে চলেছেন।

তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি, আগামী ২০২৩ সালে, তিনি বলিউডে একটি দুর্দান্ত যাত্রা শুরু করবেন।

তিনি নাইসার জন্য কিছু স্বাস্থ্য-সম্পর্কিত পরামর্শ দিয়েছেন।

মা-বাবা বলিউডের প্রাণকেন্দ্রে থেকেছেন প্রায় সময়। ফলে ফ্যাশন নিয়ে নাইসা যে সচেতন হবেন এটি স্বাভাবিক। ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি এথনিক পোশাকেও সমান স্বচ্ছন্দ কাজলকন্যা নাইসার।