শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

Wednesday, January 12th, 2022

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলাধীন ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত সংরক্ষিত আসনের এবং সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। শপথ অনুষ্ঠানে উপজেলার ১০ টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এবং ১শ’ ২০ জন সাধারণ আসনে নির্বাচিত সদস্যগণ উপস্থিত ছিলেন।