সরকার দেশের মানুষ ও বিরোধী মতকে গুম করে উন্নয়নের বুলি দিচ্ছে : রিজভী

Wednesday, January 12th, 2022

ঢাকা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষ ও বিরোধী মতকে গুম করে উন্নয়নের বুলি দিচ্ছে। বিএনপি নেতা ইলিয়াস গুম হয়েছে , তার খোঁজ নেই। অসংখ্য বিএনপি কর্মী, ভিন্ন মতের মানুষ গুম হয়েছে, তাদের খোঁজ নেই। সরকারই এসব মানুষকে গুম করে মেট্রোরেল দেখায়, ফ্লাইওভার দেখায়, উন্নয়নের বুলি শোনায়।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, সরকার আরেকটি ভোট করতে চায়। যে ভোট রাতের আঁধারে হয়, যে ভোট সূর্যের আলোতে হয় না। যে ভোট আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আগের রাতেই ব্যালটে সিল মারা হয়। জনগণ সরকারকে আর এমন প্রহসনের ভোট করতে দেবে না।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন তার স্ত্রী আজ কারাগারে। সরকার একনায়কতন্ত্র কায়েম করতে তাকে জেলে রেখেছে। তাকে বিদেশে চিকিৎসা করানোর সুযোগ দাবিতে স্পাত কঠিন হয়ে আমরা রাস্তায় নেমেছি। খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

খালেদার জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত এ মহাসমাবেশে রাজশাহীর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। জেলা বিএনপি এ মহাসমাবেশের আয়োজন করেছে।