
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও মেয়ে জাহিয়া রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি থেকে উত্তরার বাসায় অবস্থান করছেন। শারীরিকভাবে তারা সুস্থ আছেন বলে জানা গেছে।
তাদের সুস্থতা কামনা করে আজ ১৫ জানুয়ারি শনিবার – মাগরিবের নামাজের পরপর রাজধানী ঢাকা সেগুনবাগিচায় তাহফিজুল কোরআন মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত দোয়া মাহফিল আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও সদস্যঃ বিএনপি কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল এফায়ার্স কমিটি ডক্টর এনামুল হক চৌধুরী । অন্যদিকে সিলেটে ও আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এনামুল হক চৌধুরী উদ্যোগে।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক শায়খুল হাদীস আল্লামা মুফতি আজিজুল ইসলাম, এতে মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা ইব্রাহিম খলিল, সেগুনবাগিচা জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মুফতি মাওলানা যোবায়ের আহমেদ, মাওলানা নুরুল ইসলাম সন্দীপী সহ মাদ্রাসার ছাত্র শিক্ষকক উপস্থিত ছিলেন ।
জানা গেছে, শর্মিলা রহমান ও জাহিয়া রহমান বর্তমানে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
তারা গুলশানের বাসায় আছেন। শর্মিলা রহমান শুক্রবার(১৪ জানুয়ারি) তার শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন।
গত ২৪ অক্টোবর লন্ডন থেকে দেশে আসেন শর্মিলা রহমান। ১৩ নভেম্বর খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করার পর প্রায় প্রতিদিনই হাসপাতালে যেতেন তিনি। শাশুড়ির দেখাশুনা করার জন্যই মূলত তিনি ঢাকায় অবস্থান করছেন।