
ঝিনাইদহ : রাতের অন্ধকারে চোরাই পথে ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শনিবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কানাইডাঙ্গা এলাকা থেকে ১৩ জন পুরুষ ,৪ জন নারী ও ৪ জন শিশুকে আটক করে। পরে আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, শনিবার ভোর রাতে চোরাই পথে ভারতে যাওয়ার সময় সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের জিনারুল ইসলামের মেহগনী বাগান থেকে খুলনা জেলার এরশাদ আলী গাজীরের ছেলে আনোয়ার গাজী (৩৫),স্ত্রী সখিনা বেগম (৩০), মেয়ে রুকাইয়া গাজী (০৩), ছেলে আব্দুল্লাহ (০২), যশোর জেলার বিরাট সমাজ পতীর স্ত্রী শিখা রাণী সমাজ পতী (৪০), মেয়ে রিয়া সমাজ পতী, ছেলে তীপ্ত সমাজ পতী, ইয়াকুব আলীর ছেলে জিয়াউর রহমান (৪৭), নড়াইল জেলার শাহাদাৎ হোসেনের মেয়ে আন্না (৩০), বাগেরহাট জেলার চিত্তরঞ্জন মন্ডলের স্ত্রী উষা রাণী মন্ডল (৬০), যশোর জেলার বেনাপোলের কেরামত মন্ডলের ছেলে আলম মন্ডল (৪৭), একই স্থানের লালচান মিয়ার ছেলে সুমন মিয়া (১৭), সিলেট জেলার কৃষ্ণহরণ দাসের ছেলে খোকন দাস (৪১) সাহাবুদ্দিন এর ছেলে সাইফুলআলম (৩০),সুনামগঞ্জ জেলার আবদুল কুদ্দস মিয়ার ছেলে সেবুল মিয়া (২০),গোপালগঞ্জ জেলার গকুল বাওয়ালীর ছেলে তপন বাওয়ালী (২৩),রুহুল আমিন এর ছেলে হুমায়ূন কবীর (৪৪)ফরিদপুর জেলার সালাম মিয়ার ছেলে রাজা (৪০), কাজী সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৩), কক্সবাজার জেলার আহম্মেদ এর ছেলে জমির আহম্মেদ (৩০)। ঝিনাইদহ জেলার মহেশপ
ুর থানার কুটিপাড়া গ্রামের আবদুল আজিজ শেখ এর ছেলে রাকিবুল ইসলাম (৩১) আটক করা হয়।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলে জানান মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।