
স্পোর্টস ডেস্ক : ম্যাচজুড়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিল লিভারপুল। দাপুটে ফুটবলে ব্রেন্টফোর্ডকে উড়িয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে রবিবার ৩-০ গোলে জিতে লিগ টেবিলে দুই নম্বরে উঠেছে লিভারপুল।
লিভারপুল ১৩ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। ফাবিনিয়োর ক্রসে ডি-বক্সে চেম্বারলেইনের হেড দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক আলভারো ফের্নাদেস। ২২তম মিনিটে ভার্জিল ফন ডাইকের নিচু শট ঝাঁপিয়ে ফেরান তিনি। অবশেষে বিরতির আগে এগিয়ে যায় স্বাগতিকরা। চেম্বারলেইনের কর্নারে জোরাল হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়ো।
৬৭তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। রবের্তো ফিরমিনোর থ্রু বল ধরে দিয়োগো জটার শট ফেরান গোলরক্ষক। পরক্ষণেই অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন চেম্বারলেইন।
আর ৭৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন খানিক আগেই চেম্বারলেইনের বদলি নামা মিনামিনো। ফিরমিনোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কাছ থেকে জাল খুঁজে নেন জাপানের এই ফরোয়ার্ড।
২১ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি তিনে নেমে গেল। চেলসির সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।