বুধবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

Tuesday, January 18th, 2022

ঢাকা : গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর পূর্ব মানিকনগরসহ আশেপাশের আরও বেশকিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তিতাসের সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর পূর্ব মানিকনগর, মানিকনগর গোপিবাগ, আর কে মিশন রোড, অভয় দাস লেন, কে এম দাস লেন, স্বামীবাগ এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।