অবসরযাপন কেন্দ্রে আগুন লেগে নিহত ৫

Wednesday, January 19th, 2022

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের পূর্বাঞ্চলে একটি অবসরযাপন কেন্দ্রে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এএফপি জানিয়েছে এ তথ্য।

জানা গেছে, মঙ্গলবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাদায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে এক টুইট বার্তায় জানানো হয়, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল অনেকের। এসময় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আরও ২৫ জনকে উদ্ধার করেন। এছাড়া ওই অবসরযাপন কেন্দ্র থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে আরও ৭০ জনকে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই অবসরযাপন কেন্দ্রের একটি অক্সিজেন ইউনিটে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।