
জাহিন সিংহ, সাভার থেকে : সাভারের আশুলিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভির দশম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় এসএ পরিবহন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে এসএ পরিবহন সার্ভিসের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান।
এ সময় সাভার-আশুলিয়া-ধামরাই এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএ টিভির আশুলিয়া প্রতিনিধি সাদ্দাম হোসেন।