দুপুর ১২টার মধ্যে উপাচার্যের পদত্যাগ না হলে আমরণ অনশন

Wednesday, January 19th, 2022

উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ দুপুর ১২টার মধ্যে উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টায় নতুন কর্মসূচি ঘোষণা করে প্রেস ব্রিফিং করেন আন্দোলনকারীরা। এসময় শিক্ষার্থীরা তাদের ওপর পুলিশের মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, রোববার রাতে মূলত পুলিশ প্রশাসন দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এসময় অনেক শিক্ষার্থী আহত হন। যার একজন এখনও আইসিইউতে চিকিৎসাধীন। এমতাবস্থায় উলটো পুলিশ এখন অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা করেছে যা প্রত্যাহার করতে হবে।

এসময় করোনা সংক্রমণের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, আমরা আসা করব আগামীকাল ১২টার মধ্যেই উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং আমাদের ওপর মামলা প্রত্যাহার করা হবে। যার মধ্য দিয়ে আমাদের আন্দোলনও সমাপ্ত হবে।

এদিকে সকাল ৯টায় ৬ষ্ঠ দিনের মতো আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এসময় গোল চত্বরে জড়ো হয়ে স্লোগান সহকারে বিভিন্ন হল প্রদক্ষিণ শেষে দুপুর ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টায়ও আন্দোলনকারীরা সেখানে অবস্থানরত ছিলেন।