লংকানদের হারিয়ে সিরিজে সমতা আনলো জিম্বাবুয়ে

Wednesday, January 19th, 2022

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২৯৬ রান করে ৫ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে ২২ রানে জিতে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় আনলো জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের দেওয়া ৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই করলেও শেষ পর্যন্ত হারতে হলো স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮০ রানে থামে লঙ্কানদের ইনিংস।

জিম্বাবুয়ের পক্ষে ৩টি করে উইকেট নেন টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। ১ উইকেট করে নেন ওয়েসলে মাধবেরে ও রিচার্ড নাগারভা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার তাকুদজয়ানসে কাইতানো ও রেগিস চাকাবা ৫৯ রানের জুটি গড়েন। কাইতানো ২৬ রানে বোল্ড হয়ে ফেরেন জেফ্রি বান্দারসের বলে। রেগিস চাকাবা করেন ৪৭ (৫০) রান।

দুই ওপেনারের বিদায় হলেও অধিনায়ক ক্রেইগ অরভিন খেলেন ৯১ (৯৮) রানের দুর্দান্ত ইনিংস। সেন উইলিয়ামসের ব্যাটে আসে ৪৮ রান। এ ছাড়া সিকান্দার রাজা করেন ৪৬ বলে ৫৬ রান। তাতে ৮ উইকেটে ৩০২ রান তোলে সফরকারীরা।

শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন বান্দারসে। ২ উইকেট নেন নুয়ান প্রদীপ ও ১টি করে উইকেট নেন মাহেস থেকসেনা এবং চামিকা করুনারত্নে।