ছেলেসহ তালেবান কমান্ডারকে গুলি করে হত্যা

Thursday, January 20th, 2022

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের একজন স্থানীয় কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে।

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী দেশটির পূর্ব কোনার প্রদেশের নারাং জেলায় এ হত্যাকাণ্ড ঘটায়। এমনটাই জানিয়েছে নারাং জেলার স্থানীয় কর্তৃপক্ষ।

রাজ্যের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, বন্দুকধারীর হামলায় কমান্ডারের ছেলেও মারা গিয়েছে। এ ছাড়া ৪ জন সাধারন মানুষও প্রাণ হারিয়েছে ও কয়েকজন আহত হয়েছে।

তবে গত আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার সময়েই বিমান বন্দরে হামলা চালায় ইসলামিক স্টেট। দেশটিতে আইএসের উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উৎকণ্ঠা রয়েছে।

তবে স্থানীয় গোয়েন্দা বিভাগ থেকে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডটি ব্যাক্তিগত বিরোধের থেকে হয়ে থাকতে পারে।