
ঢাকা : নিয়োগ পরীক্ষায় জালিয়াতিতে জীবন বীমার ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হকসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
বৃহস্পতিবার সকালে সংস্থার সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকী দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ মামলাটি দায়ের করেন।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, নতুন ফর্মুলায় নিয়োগ পরীক্ষায় দুর্নীতির ঘটনা ঘটেছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশনে। পরীক্ষার প্রশ্নপত্রেই নির্দিষ্ট প্রার্থীদের জন্য উত্তরের ব্যবস্থা করা হয়েছে। অভিনব এই প্রক্রিয়ায় কর্মচারী পর্যায়ের তিনটি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতেই এ জালিয়াতি করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে বলা হয়েছে, জীবন বীমার ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক এ ঘটনার আসল কারিগর। এ ঘটনায় তার সহযোগী ছিলেন জীবন বীমা করপোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার মাহবুবুল আলম।
এর আগে, গত বছরের ১৩ই সেপ্টেম্বর জীবন বীমা করপোরেশনে উচ্চমান সহকারীসহ ৫১২ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় জীবন বীমা করপোরেশন কার্যালয়ে অভিযানও চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।