
ঢাকা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে পুলিশের হামলা ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন,সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহসভাপতি জাকিরুল ইসলাম জাকির, মাজেদুল ইসলাম রুমন, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ন সাধারন সম্পাদক তবিবুর রহমান সাগর, শ্যামল মালুম, মহিউদ্দিন রাজু, তানজিল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।