
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে তৈমূর আলম খন্দকারকে বহিষ্কারের পর তার জায়গায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক নাসির উদ্দিনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয় বলে নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ।
নাসির উদ্দিন রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন।
গত ২৪ ডিসেম্বর দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র থেকে মেয়র পদে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়ায় জেলা
বিএনপির আহ্বায়ক পদ থেকে তৈমূর আলম খন্দকারকে সরিয়ে প্রথম যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
পরে তৈমূর আলমকে চেয়াপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এক পর্যায়ে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তার নির্বাচনের প্রধান এজেন্ট টিএ কামালকেও বহিষ্কার করা হয়েছে।