যুবদলকে শক্তিশালী করতে আলোচনা সভা

Thursday, January 20th, 2022

ঢাকা : যুবদলকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে শাহবাগ থানা ২০নং ওয়ার্ড ও ইউনিট এক আলোচনা সভা ও ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার (২০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক,টিম-১২ এর সমন্বয়ক, রবিউল ইসলাম নয়ন, সঞ্চালনায় মো. সাইফুল ইসলাম, টিম-১২, সদস্য যুবদল ঢাকা মহানগর দক্ষিণ, বিশেষ বক্তা, মো. শাহ্জাহান চৌধুরী, টিম ১২, সদস্য যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। আরও উপস্থিত ছিলেন, শাহবাগ থানা যুবদলের সদ্য সাবেক কমিটির সভাপতি, মনির হোসেন টিটু, সাধারণ সম্পাদক, সৈয়দ আরিফুল হক চঞ্চল, সিনিয়র সহ সভাপতি, হাজী বিল্লাল, সিরাজুল ইসলাম শান্ত, মোহন মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক, রেজাউল তালুকদার, ২০নং ওয়ার্ড সভাপতি, মোয়াজ্জেম হোসেন তপন, সাধারণ সম্পাদক, মো. মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, মো. জয়নাল সহ শাহাবাগ থানা, ওয়ার্ড ও ইউনিট যুবদলের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে, টিম ১২ এর সমন্বয়ক রবিউল ইসলাম নয়ন বলেন, আমাদের মা,আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তার জন্য যদি রাজপথে বুকের তাজা রক্ত দিতে হয় শাহাবাগ থানা যুবদল এবং টিম-১২ প্রস্তুত আছে।