শামসুজ্জামান দুদু করোনায় আক্রান্ত

Thursday, January 20th, 2022

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ছাত্রদলের সাবেক এই সভাপতি ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কয়েক দিন ধরে জ্বর, সর্দিতে আক্রান্ত। গতকাল নমুনা পরীক্ষা দিয়েছিলেন আজ করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। শারীরিক দুর্বলতাও রয়েছে। চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছি। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

উল্লেখ্য, শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ১৯৯৬ সালে তার সংসদীয় আসন চুয়াডাঙ্গা-১ থেকে প্রথম বার সাংসদ নির্বাচিত হন। নির্বাচনটি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয় এবং অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করে। একই সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।