ফেসবুকে মানহানিকর পোষ্টের অভিযোগে হাজতে সেচ্ছাসেবক দল নেতা

Saturday, January 22nd, 2022

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সরকার ও আদালতের বিরুদ্ধে মানহানিকর পোষ্টের অভিযোগে পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ইব্রাহিম হোসেন (২৮) নামে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার (২১ জানুয়ারি) রাতে পঞ্চগড় সদর ইউনিয়নের ব্যারিষ্টার বাজার থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

জানা যায়, গ্রেফতার ইব্রাহিম হোসেন একই ইউনিয়নের গোছাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এবং তিনি সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটি আদালত পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের নামে ২০১৩ সালের একটি মামলায় এটিএম হাসানুজ্জামান পলাশ, জেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ হারুন, হায়াতুন আলম, সাবুল হোসেন, আবু সালেক ভাবলু ও বাবু (তুর্কী) সহ নেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড রায় ঘোষনা দেন৷ পরে ইব্রাহিম নামে সেচ্ছাসেবক দলের ওই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ফেসবুক আইডির টাইমলাইনে সরকার ও আদালতের রায়ের সম্পর্কে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে। পরে ওই পোস্টটি প্রশাসনের নজরে আসলে শুক্রবার রাতে ওই নেতাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়৷ পরে আটককৃত ওই আসামীকে জিজ্ঞাসাবাদ করলে, সে ঘটনার সত্যতা স্বীকার করেন।সরকার ও আদালতকে অবমাননা করেছে।

যার প্রেক্ষিতে এলাকায় আইন শৃংখলার অবনতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে মর্মে উক্ত আসামীর বিরুদ্ধে রাতেই সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল আলম বাদী হয়ে ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯ ও ৩১ ধারায় মামলা দায়ের করেন। এদিকে আটক ওই সেচ্ছাসেবক দলের নেতাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

শনিবার সন্ধায় পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার ও আদালতের বিরুদ্ধে মানহানিকর পোস্ট করায় তাকে আটক করা হয়। পরে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।