ভারতে ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩৭ হাজার করোনা রোগী শনাক্ত

Saturday, January 22nd, 2022

আন্তর্জাতিক ডেস্ক : একদিনে সংক্রমণের রেকর্ড ছাড়িয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ৩৭ হাজার ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এরমধ্যেও, আশার বিষয় হলো ভারতে দৈনিক সংক্রমণের হার কমতে শুরু করেছে। যা গতকালের তুলনায় দুই দশমিক সাত শতাংশ কম।

আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এর আগে, করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় অবস্থানে ছিলো ভারত।

সংক্রমণের তীব্রতা কমতে থাকায় শুক্রবার দিল্লিতে কারফিউ শিথিলের সুপারিশ করেছে সরকার। গত ১৪ জানুয়ারি দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি ছিল। সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ৫০ ঘণ্টার কারফিউ জারি করেছিল দিল্লি সরকার।

এ মুহূর্তে ভারতে আক্রান্তের হার পাঁচ দশমিক ৪৩ শতাংশ। কোভিড পজিটিভের হার ১৭ দশমিক ৯৪ থেকে ১৭ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে। এছাড়া, ১০ হাজার ৫০ জন অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছে।

এ পরিস্থিতিতে ৯৪ শতাংশ পূর্ণবয়স্ক ব্যক্তি প্রথম ডোজ এবং ৭২ শতাংশ দুটি ডোজই নিয়েছেন।