মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২

Saturday, January 22nd, 2022

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের একটি ২০তলা আবাসিক ভবনে লাগা বড় ধরনের আগুনে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার স্থানীয় সময় সকাল এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সকাল ৭টার দিকে নগরীর টারদেও এলাকায় গান্ধী হাসপাতালের বিপরীত দিকের কমলা ভবনের ১৮তলায় আগুনের সূত্রপাত হয়।

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার বার্তা সংস্থা এএনআইকে জানান, ছয়জন বয়স্ক লোক ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু প্রচুর ধোঁয়া রয়ে গেছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।’

খবর পাওয়ার পর দমকল কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয়।

নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, এটিকে লেভেল-৩ (বড় ধরনের) আগুন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি কাজে লাগানো হয়েছে।

আহতদের সবাইকে নিকটবর্তী ভাটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সঙ্কটজন অবস্থায় থাকা তিন জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।