
ঢাকা : রাজধানী ঢাকার মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
নিহতের নাম আমির হোসেন (২৮)। তার বাসা পুরান ঢাকার শহীদনগর এলাকায়।
শুক্রবার মধ্যরাতে রায়েরবাজার আজিজ খান রোডে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ছুরিকাঘাতে আহত আমিরকে রাত ১টার দিকে হাসপাতালে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে আমিরকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায় এক যুবক। মাদক নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।