চট্টগ্রামের বিপক্ষে ৬ উইকেটে জয় পেল কুমিল্লা

Saturday, February 4th, 2023

স্পোর্টস ডেস্ক: বিপিএলের নবম আসর এখন শেষের পথে। প্রতিযোগিতার ৩৫তম ম্যাচে আজ (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে সহজ জয় পেয়েছে কুমিল্লা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫৬ রান করেছিল চট্টগ্রাম। জবাবে মাত্র চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় কুমিল্লা। বাকি ছিল আরো ৬ বল।

মূলত মোহাম্মদ রিজওয়ানের অনবদ্য ৬১ রানের ইনিংস কুমিল্লার হয়ের পথ সহজ করে দেয়। এছাড়া ব্যাট হাতে ছোট ছোট ইনিংসের মাধ্যমে অবদান রাখেন সৈকত আলী (১৫), ইমরুল কায়েস (১৫) ও জনসন চার্লস (৯)।

মোসাদ্দেক হোসেব ও জাকের আলী যথাক্রমে ৩৮ ও ৯ রানের দুই অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন। চট্টগ্রামের হয়ে জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরি দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। রানের খাতা খোলার আগেই ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন মেহেদী মারুফ।

তিনে নেমে খাজা নাফেও কিছুই করতে পারেননি। ফেরেন ২ রানে। মাত্র ৬ রানে দুই উইকেট হারানো চট্টগ্রামের হয়ে এরপর হাল ধরেন উসমান খান ও আফিফ হোসেন ধ্রুব। দুজনে গড়েন ৮৮ রানের জুটি।

৫২ রান করে আউট হন উসমান। তার কিছু পরই ফিফটির দেখা পান আফিফ। এই ব্যাটার শেষ ওভারে সাজঘরে ফেরার আগে খেলেন ৪৯ বলে ৬৬ রানের ইনিংস। শেষদিকে আর কেউই তেমন বড় স্কোর পাননি।

শুভাগত হোম ১২ রানে আউট হন। এছাড়া দারউইশ রাসুলি করেন অপরাজিত ২১ রান। কুমিল্লার হয়ে হাসান আলী ও তানভীর ইসলাম দুটি করে এবং সৈকত আলী একটি উইকেট শিকার করেন।