সাভারে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে আহত ৫

Saturday, February 4th, 2023

সাভার প্রতিনিধি : সাভারে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। এরআগে শুক্রবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের কালিনগর এলাকায় হামলার ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালিনগর এলাকার রুহুলের সাথে বিরোধ চলে আসছিলো রনি নামের এক যুবকের। শুক্রবার রাতে হঠাৎ রনির নেতৃত্বে ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে রুহুলের বাড়িতে হামলা চালায়।

এসময় ভুক্তভোগী রাহুলের পরিবারের সদস্যরা তাদের বাধা দিলে রুহুলের বাবা নিয়ত আলী, স্ত্রী রুবি, পরিবারের সদস্য পুতুল, মাজেদাসহ পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে ৯৯৯ নাম্বারে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।