
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ মারা গেছেন। ৭৯ বছরের এই সাবেক নেতা অ্যামাইলয়েডোসিস নামক একটি বিরল রোগ নিয়ে দুবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
১৯৯৯ সালে দেশে সামরিক আইন জারি করার পর মোশাররফ প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন এবং ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্রিটিশ আমলে ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন পারভেজ মোশাররফ। সাবেক প্রেসিডেন্টের পরিবার ১৯৪৭ সালে নয়াদিল্লি থেকে করাচিতে চলে আসে। তিনি ১৯৬৪ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং আর্মি স্টাফ অ্যান্ড কমান্ড কলেজ, কোয়েটা থেকে স্নাতক ডিগ্রি অর্জন ছিলেন।
তিনি করাচি এবং ইস্তাম্বুলে বেড়ে ওঠেন। তিনি তার বাবা-মায়েরদ্বিতীয় পুত্র। তার দুই ভাই, জাভেদ এবং নাভেদ। তিনি ১৯৬৮ সালে সেহবাকে বিয়ে করেন। তাদের সন্তান আয়লা এবং বিলা।