
আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরক্ষা খাতে বরাবরই সতর্ক ভারত। গত ৫ বছরে দেশটি প্রায় দুই লাখ কোটি রুপির অস্ত্র কিনেছে দেশটি। লোকসভায় এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট।
তিনি জানিয়েছেন, ভারত ২০১৭-২০১৮ সাল থেকে সামরিক সরঞ্জামের জন্য ২৬৪টি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে ৮৮টি বিদেশি বিক্রেতার সঙ্গে ছিল যা সামগ্রিক পরিমাণের ৩৬ শতাংশ। এই সামরিক সরঞ্জামের মূল্য ২৪ বিলিয়ন মার্কিন ডলার। তবে এই খরচের তালিকায় ৫৯ হাজার কোটি রুপির ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান অন্তর্ভুক্ত নয়। খবর টাইমস অব ইন্ডিয়ার
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বলেন, গত ৫ বছরে কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা খাতে বিশেষ লক্ষ্য দিয়েছে। ফলে এই বিপুল পরিমাণ অর্থ সামরিক সরঞ্জাম কিনতে খরচ করা হচ্ছে।
১.৯৩ লাখ কোটি রুপি খরচ করে ভারত সরকার হেলিকপ্টার, বিমান রাডার, রকেট, অস্ত্র, অ্যাসল্ট রাইফেল, ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ কিনছে। সামরিক সরঞ্জামগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল এবং স্পেনের মতো দেশ থেকে কেনা হয়েছে।
বিদেশি সামরিক সরঞ্জাম কিনতে ভারত সরকার ২০১৭-১৮ অর্থবছরে খরচ করে ৩০ হাজার ৬৭৭ কোটি রুপি। এরপরের বছর ৩৮ হাজার ১১৬ কোটি, ২০১৯-২০ সালে ৪০ হাজার ৩৩০ কোটি রুপি ও ২০২০-২১ সালে ৪৩ হাজার ৯১৬ কোটি রুপি খরচ করা হয়েছে। এছাড়া ২০২১-২২ এ বিদেশ থেকে সামরিক সরঞ্জাম কিনতে ৪০ হাজার ৮৪০ কোটি রুপি খরচ করেছে ভারত।
অজয় ভাট বলেন যে, এই খরচের মধ্যে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের দাম যোগ করা হয়নি। ২০১৬ সালে ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ভারত সরকার ফ্রান্সের যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থার থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছিল।
ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন যে ২০২০ সাল থেকে সরকার ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ এর জন্য অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং আমদানির উপর নির্ভরতা হ্রাস করার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্দেশ্য অনুসরণ করছে।