
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৮ হাজারের কাছাকাছি। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিবিসি ভূমিকম্পের লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পে সিরিয়ায় নিহতদের প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সমবেদনা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভয়েস বার্তায় কিম জং-উন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বে সিরিয়ার জনগণ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে দ্রুত কাটিয়ে উঠবে। আমি আপনার জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আশা করি তারা অতি দ্রুত স্থিতিশীল হবে।’
এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছে, তুরস্কে মানবিক সহায়তার জন্য ৫ মিলিয়ন ডলার দেওয়া হবে এবং উদ্ধার কাজে সহায়তার জন্য ১১০ জন কর্মীকে পাঠানো হবে। তাছাড়া চিকিৎসা সামগ্রীও সরবরাহ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।