
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা (মোল্লা শামীম)কে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানান ওসি।
শামীম মোল্লাকে গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের পাওয়ার হাউস রোড থেকে শুরু করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সভাপতিত্বে ও সৈয়দ তৈমুরের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আরিফুল হক মাসুদ প্রমুখ।