
বরগুনা : বরগুনা পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে ড, সৈয়দা ফিরোজা বেগম বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাওয়াত না পেয়ে বর্তমান চেয়ারম্যান মইনুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান রিপন কে মারার হুমকি দিয়েছেন অভিযোগ পাওয়া যায়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের ভিতরে ছাত্রীদের প্রস্তুতি অনুষ্ঠান চলছে।
ওই সময় রায়হানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মইনুল ইসলাম ক্ষমতার প্রভাব দেখিয়ে সহকারী শিক্ষকবৃন্দ অভিভাবক ও ছাত্রীদের উপস্থিতিতে প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান রিপন কে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হাত পা ভেঙ্গে দেওয়ার কথা তিনি প্রকাশ্যে বলেন।
স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, প্রধান শিক্ষককে এরকম অশ্লীল ভাষা বলা চেয়ারম্যানের ঠিক হয় নাই। এ বিষয় প্রধান শিক্ষক বলেন ঐদিন আমি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলাম না। চেয়ারম্যানকে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাওয়াত দিয়েছি। আমাকে অহেতুকভাবে প্রকাশ্যে মারার যে হুমকি দিয়েছে খুবই দুঃখজনক। সভাপতি ও এমপি মহোদয়কে বিষয়টি আমি জানিয়ে রেখেছি।
শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মিজানুর রহমান রূপক বলেন বিষয়টি আমি শুনেছি প্রধান শিক্ষক আমাকে বলেছেন। একজন জনপ্রতিনিধি কাছে এরকম ব্যবহার আশা করি নাই।
অভিযুক্ত চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন আমি এলাকার একজন চেয়ারম্যান আমি কি দাওয়াত পেতে পারি না আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এটা সত্য নয়।