
বিনোদন ডেস্ক: পরিচালকের সঙ্গে সামান্য মতপার্থক্য। আর তাতেই অভিনয় ছেড়ে বেরিয়ে যান বলিউড সুপারস্টার সালমান খান। আর সেই থেকেই বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ছবি ‘ইনশাআল্লাহ’। তবে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, শিগগিরই দর্শকের সামনে এই ছবি নিয়ে হাজির হবেন পরিচালক।
সালটা ২০১৯। ওই বছরের মাঝামাঝি সময় ছবির নাম ঘোষণা করেছিলেন বানশালি। জুটি বাধার কথা ছিল সালমান খান ও আলিয়া ভাটের। পুরোনো রীতি মেনে ২০২০ সালের ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। কিন্তু হলো না সে সবকিছুই। পরিচালকের সঙ্গে সামান্য রাগারাগি করেই ছবি থেকে বেরিয়ে গেলেন সালমান। এরপরেই থমকে যায় শুটিংয়ের কাজ।
‘হাম দিল দে চুকে সানাম’ ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন সঞ্জয় লীলা বানশালী। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। ফের কবে সালমান ও বানশালী জুটি বাঁধবেন, তা জানতে মুখিয়ে ছিলেন ভক্তরা। ‘ইনশাআল্লাহ’ ছবির নাম ঘোষণা হতেই আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন সালমান ভক্তরা। কিন্তু সবেতেই জল ঢেলে দেন খোদ অভিনেতা।
শোনা যায়, সালমানের পরিবর্তে বলিউডের আর এক সুপারস্টার হৃত্বিক রোশনকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। তবে সে সময় তার হাতে ছিল বহু কাজ। আর সে কারণেই একপ্রকার বাধ্য হয়েই ছবি করতে চাননি অভিনেতা। ফলে আজও পর্যন্ত শেষ হয়নি ছবির কাজ।
তবে বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, শিগগিরই শুরু হতে চলেছে ছবির কাজ। সূত্রের খবর, ইতিমধ্যেই ছবি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে ফেলেছেন পরিচালক। নব্বই দশকের এক অভিনেতাকেই দেখা যাবে মুখ্য চরিত্রে। ইতিমধ্যেই নাকি তিন সুপারস্টারের কাছে পৌঁছে গিয়েছেন পরিচালক। কবে এই ছবির কাজ শুরু হবে এখন সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা।