
বরিশাল : বরিশাল জেলার উজিরপুর উপজেলার সেনেরহাট সংলগ্ন উজিরপুর-ধামুরা সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাদ্দাম উজিরপুরের কচুয়া গ্রামের ছোমেদ আলীর ছেলে। সে স্থানীয় একটি স্বর্ণের দোকানের কারিগর ছিলেন।
বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো সাদ্দাম।
এসময় সড়কের ওপরে বালু দিয়ে ঢেঁকে রাখা পাইপ অতিক্রমকালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে গুরুত্বর আহত হয় সাদ্দাম। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদ্দামকে মৃত বলে ঘোষণা করেন।