
স্পোর্টস ডেস্ক : রাশিয়ার কাছে হেরে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপার স্বপ্ন অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। আসরে টিকে থাকতে হলে আজ ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের। সেই ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল বাঘীনিরা।
শুক্রবার (২৪ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। রাশিয়ার বিপক্ষে হারের পর আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচে চার পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ গোলাম রাব্বানি ছোটন।
প্রথমার্ধের পঞ্চম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। পূজা দাসের করা দুর্দান্ত ক্রসে পা ছোঁয়াতে পারেননি সুরভি আকন্দ প্রীতি। কিন্তু তারপর বল পেয়ে যান সুলতানা আক্তার। কিন্তু সে যাত্রায় লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।