আত্মহত্যা করলেন ভারতের জনপ্রিয় নায়িকা

Sunday, March 26th, 2023

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউড সর্বত্রই যেন খারাপ খবর। হোলির উৎসবের আনন্দকে ফিকে করে চলে গেলেন প্রযোজক সতীশ কৌশিক। এরপরই না ফেরার দেশে পারি দিলেন বাঙালি পরিচালক প্রদীপ সরকার।

এর মাঝেই প্রয়াত হন হ্যারি পটারের জনপ্রিয় চরিত্র গবলিন। এবার শোকের ছায়া ভোজপুরী ইন্ডাস্ট্রিতে। রোববার সকালে মন খারাপ করা খবর এল ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। মাত্র ২৬ বছর বয়সই থমকে গেল জীবনের গতি। জানা যাচ্ছে, বেনারসের সারনাথ হোটেলে আত্মঘাতী হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

আকাঙ্ক্ষা শুধুমাত্র একজন অভিনেত্রীই নয়, একইসঙ্গে জনপ্রিয় টিকটক স্টারও ছিলেন। ছোট থেকেই নাচতে ভালোবাসতেন তিনি। ১৯৯৭ সালের ২১ অক্টোবর মির্জাপুরে তার জন্ম। মৃত্যুর আগের রাতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন এই ভোজপুরী অভিনেত্রী।

প্রায় এক মাস আগে ১৪ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন আকাঙ্ক্ষা দুবে। সঙ্গীর সঙ্গে ইনস্টা হ্যান্ডলে ছবিও পোস্ট করেন। কো-স্টার সমর সিংয়ের সঙ্গে লাভিডাভি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, হ্যাপি ভ্যালেনটাইনস ডে। এর ঠিক মাসখানেকের মধ্যেই আত্মঘাতী হলেন তিনি।