যমুনা নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু

Sunday, March 26th, 2023

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভুঞাপু‌র উপজেলায় যমুনা নদী‌তে গোসল করতে নেমে দুই ভাই‌ নিহত হয়েছেন।

রোববার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার খানুরবা‌ড়ি এলাকার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কষ্টাপাড়া গ্রা‌মের সুভাষ পা‌লের ছে‌লে সুজয় পাল (১৫) ও র‌ঞ্জিত পা‌লের ছে‌লে লিখন পাল (১২)। তারা সম্পর্কে চাচা‌তো ভাই।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে বন্ধুরা মি‌লে বা‌ড়ির পা‌শের যমুনা নদী‌তে গোসল কর‌তে গিয়েছিল। বড় ভাই সুজয় সাঁতার না জানায় পানিতে প‌ড়ে যায়। এ সময় তা‌কে বাঁচা‌তে ছোট ভাই লিখন এগিয়ে গে‌লে সেও পা‌নি‌তে প‌ড়ে হা‌রি‌য়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গিলে চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুমাইয়া জান্নাত ব‌লেন, রোববার দুপুরে দুই ভাইকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হ‌য়ে‌ছে।