এই সরকারের অধীনে নির্বাচন আর শিয়ালের কাছে মুরগি বর্গা সমান: রিজভী

Friday, May 26th, 2023

কেরাণীগঞ্জ (ঢাকা): ‘এই সরকারের অধীনে নিবার্চন সম্ভব নয়’ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যেমন আওয়ামী লীগের অধীনে নিবার্চন যাওয়া তেমন।

শুক্রার রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির সমাবেশে জনসমুদ্র দেখে আওয়ামী লীগ নেতারা পাগল হয়ে গেছে। তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা আজও মিছিলে হামলা চালিয়েছে।’

‘আওয়ামী লীগের হামলায় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন’ অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের একটাই দাবি এই সরকারের বিদায়ের ঘণ্টা বাজিয়ে ঘরে ফিরে যাব।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আরও শক্তি সঞ্চয় করতে হবে। মার খাব, এর দাঁতভাঙা জবাব দিতে হবে। তিনি আরও বলেন, ‘এই নির্বাচন নির্বাচন নয়, এটা তামাশার নির্বাচন। জনগণ আর আপনাদের কথায় বিশ্বাসী নয়। আমরা জনগণের কাছে বিচার দিলাম, তারা ভালোমন্দ নির্ণয় করবে।’