
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির ওপর গড়ে ওঠা এই সরকার এখন তাসের ঘরের মতো টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কোভিদ রিজভী। বলেন, ‘আন্দোলনের কালবৈশাখী ঝড়ে শুকনো পাতার মতো উড়ে যাবে। পদ্মা মেঘনা যমুনাতে ওরা ভেসে যাবে। আমাদেরকে সেই প্রত্যয় নিয়ে এখন নামতে হবে।’
শুক্রবার (২৬ মে) বিকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত ১০ দফা দাবিতে জনসমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি।
আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনারা মিথ্যার ওপর দেশ শাসন করছেন। আপনাদের কোন ভিত্তি নেই।
রিজভী বলেন, ‘আজকে সকালে কেরানীগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ মিছিল ছিল। তারপর কেন আওয়ামী লীগের অফিসে জমায়েত করে বিএনপির সমাবেশে আক্রমণ করলো?’
ক্ষমতাসীনদের উদ্দেশ করে বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, ‘আজকে থলের মধ্য থেকে একের পর এক বিড়াল বেরিয়ে আসছে। এখন তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন যারা চেয়ে খেতো, যারা সিগারেট চেয়ে খেতো তারা এখন ব্যাংকের মালিক; তারা এখন বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের মালিক। তারা এখন কোটি কোটি টাকার মালিক।’
ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু,মহিলা দলের আফরোজা আব্বাস, ইসহাক সরকার, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ, জাসাসের হেলাল খান, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল,ঢাকা দক্ষিণ বিএনপি নেতা তানভীর আহমেদ রবিন, লিটন মাহামুদ, আব্দুস সাত্তার, নাদিয়া পাঠান পাপন প্রমুখ।