
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রীড়াঙ্গনে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির অগণিত ভক্ত রয়েছে। প্রিয় ক্রীড়াবিদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করে থাকেন সমর্থকরা। তেমনি পুরো বিশ্বজুড়ে ইনস্টাগ্রামে কোটি কোটি মানুষ পর্তুগিজ তারকা ও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনকে ফলো করেন। ফুটবল পেরিয়ে ক্রিকেট তারকাদেরও ভক্ত-সমর্থকদের কমতি নেই।
ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির ইনস্টাগ্রামে বর্তমানে ২৫০ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। এই মুহূর্তে প্রথম এশিয়ান খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। শুধু এশিয়ান খেলোয়াড় নয়, এই তালিকায় ক্রীড়াবিদদের মধ্যে রোনালদো এবং মেসির পরে তিন নম্বরে রয়েছেন বিরাট।
টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক বিরাট কোহলির ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২৫০ মিলিয়ন ছাড়িয়েছে। ইনস্টাগ্রামে ২৫০ মিলিয়ন ফলোয়ার সহ তিনি প্রথম এশিয়ান হয়েছেন।
এশিয়ায় ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলো করা মানুষের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইসরায়েলের অভিনেত্রী গ্যাল গ্যাডট। তার ১০.৩ কোটি ফলোয়ার রয়েছে। তৃতীয় নম্বরে থাইল্যান্ডের সঙ্গীতশিল্পী লিসা, যার ৯৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
ইনস্টাগ্রামে ২৫০ মিলিয়ন ফলোয়ার সহ তৃতীয় খেলোয়াড় বিরাট কোহলি। এক নম্বরে রয়েছেন পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ফলোয়ারের সংখ্যা ৫৮৫ মিলিয়ন। অন্যদিকে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি রয়েছেন দুই নম্বরে। তাঁর ৪৬১ মিলিয়ন ফলোয়ার রয়েছে।