বরিশালে যুবদল সম্পাদক মুন্নার মুক্তির দাবীতে বিক্ষোভ

Friday, June 9th, 2023

বরিশাল : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মিথ্যা মামলায় গ্রেফতার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ইজুন) বিকালে নগরীতে কেন্দ্র ঘোষিত বরিশাল মহানগর, বরিশাল দক্ষিন জেলা যুবদল,বরিশাল উত্তর জেলা যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

কেন্দ্রীয় যুবদল বিভাগীয় সহ-সভাপতিও বরিশাল দক্ষিণ জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড.এইচ এম তছলিম উদ্দিনের সভাপতিত্বে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে সম্মুখে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান,সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ,সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু, বরিশাল মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহান, নুরুল আলম কয়েস, বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু ও সদস্য সচিব গোলাম মোর্সেদ ও যুগ্ম আহবায়ক কাউসার সহ জেলা দক্ষিণ,উত্তর ও মহানগরের বিভিন্ন প্রর্যায়ের অঙ্গ সংগঠনের যুবদল নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে মোনায়েম মুন্নার প্লেকার্ড ও ব্যানার নিয়ে অংশ গ্রহন করে।

এসময় বক্তরা বলেন, অভিলম্বে যুবদল সম্পাদক মোনায়েম মুন্নার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবী জানান।

এর পূর্বে দলীয় কার্যলয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বেড় হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যা৭৭লয় এসে শেষ করে।