ভারতীয় যুবকের ইসলাম গ্রহণ, নেপথ্যে বিস্ময়কর কাহিনী (ভিডিও)

Wednesday, September 6th, 2023

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম গ্রহণ করেছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এক যুবক। হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি এখন একজন নওমুসলিম।

সোমবার দেশটির সংবাদমাধ্যম ইটিভি ভারত উর্দু ভার্সনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই যুবকের নাম আনকিত প্রকাশ। তিনি রাজ্যের কানপুর জেলার চৌবেপুর এলাকার ওম প্রকাশের ছেলে। তবে ইসলাম গ্রহণের পর যুবকটি নিজের নতুন নাম দিয়েছেন মোহাম্মদ চাঁদ।

মোহাম্মদ চাঁদ চৌবেপুরের একটি গ্রামে বসবাস করতেন। এরই মধ্যে কারিনা নামে ওই গ্রামের এক মুসলিম কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রধরেই চার মাস আগে তারা গ্রাম থেকে নিরুদ্দেশ হন। পরে গত চার দিন আগে প্রেমিকার অনুরোধে ইসলামে প্রবেশ করেন আনকিত।

ইটিভি ভারত জানিয়েছে, ইসলাম গ্রহণের পরই যুবকটি ওই মুসলিম কিশোরীকে বিয়ে করেছেন। তাদের বিয়ে সংক্রান্ত একটি ভিডিও-ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যমটি।

ভিডিও প্রকাশের পর চৌবেপুরের গ্রামটিতে হানা দিয়েছে পুলিশ। কিন্তু ওই যুবক ও কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। পুলিশ যুবক ও কিশোরীর বিষয়ে তথ্য সংগ্রহ করছে। আর দু’জনের পরিবার জানাচ্ছে- তাদের সাথেও কোনো যোগাযোগ রাখেনি তারা।