
সুনামগঞ্জ : জাতীয় জরুরি যোগাযোগ নম্বর ৯৯৯ এ অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে সুনামগঞ্জ শহরের জামাইপাড়া রোডের আবাসিক হোটেল সাকিব থেকে তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর থানার (ওসি-তদন্ত) ওয়ালী আশরাফ খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে ওই হোটেলের কক্ষ থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, ওই হোটেলের মালিক শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান। তরুণ-তরুণীকে আটকের সময় চেয়ারম্যান হোটেলের রিসিপশনে উপস্থিত ছিলেন। আটককৃত দুজন নিজ ইউনিয়নের মানুষ বলে দাবি করেন তিনি। তবে হোটেলের কক্ষ দেওয়ার সময়ে ওই তরুণ-তরুণীর জাতীয় পরিচয়পত্র, বিবাহ-সনদসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন যাবত এই হোটেলে নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক যুবক জানান, অসামাজিক কার্যকলাপে আমাদের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। তাই এসব কাজ না করতে আমরা হোটেল কর্তৃপক্ষকে নিষেধ করলেও তারা কোনো কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে ৯৯৯ এর মাধ্যমে থানায় জানিয়েছি। পুলিশ এসে দুই জনকে আটক করে নিয়ে গেছে। এরকম অভিযান অব্যাহত থাকলে আমাদের এলাকার পরিবেশ নিরাপদ থাকবে।
হোটেল মালিক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, আটককৃত দুজন আমার ইউনিয়নের মানুষ। কেউ এসে আমার ইউনিয়নের পরিচয় দিলে, আমি না করতে পারি না। কাগজপত্র না থাকার বিষয়ে তিনি বলেন, এটা আমার ম্যানেজার ভুল করেছেন।
ওসি ওয়ালী আশরাফ খান বলেন, ৯৯৯ এ অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে পুলিশ হোটেল সাকিবে অভিযান চালিয়ে তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।