
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল, হাসপাতালে অবস্থানকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালে বেগম জিয়ার কেবিনে যান তিনি। সেখানে এক ঘণ্টা অবস্থান করে রাত ১২টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।
খালেদা জিয়া হাসপাতালে গত ৯ আগস্ট থেকে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও মির্জা ফখরুল তার দলের নেত্রীকে দেখতে বেশ কয়েকবার ওই হাসপাতালে গেছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লিভার জটিলতায় আক্রান্ত। এই জটিলতা থেকেই তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উঠানামা করছে। এজন্য তাকে আপাতত হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।