বিএনপির আরও ৩ নেতার পদোন্নতি

Saturday, September 16th, 2023

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আরও তিন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সকালে ১০ নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন আহমেদ, বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন এবং কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত তিন নেতা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।