
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অঙ্কে লেনদেনও কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
জানা গেছে, ডিএসইতে এদিন ৭৩৪ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৩ কোটি ০৮ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকার।
দিনভর লেনদেন হওয়া ৩১৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৬ টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৬ পয়েন্টে।
সোমবার সিএসইতে ১৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৪টির দর বেড়েছে, কমেছে ৪৮টির এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে এদিন ৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।