আ.লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না : লিটন মাহমুদ

Thursday, September 21st, 2023

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগ। দেশবাসীকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে। জনগণ আগামীতে এ দেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেবে না।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের অধীন খিলগাঁও থানা বিএনপির সাংগঠনিক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে লিটন মাহমুদ এসব কথা বলেন।

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। দেশকে রক্ষার জন্য, মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য আপনারা দয়া করে এ জায়গা থেকে সরে পদত্যাগ করেন। পদত্যাগের দাবি তো আমরা সেজন্যই জানিয়েছি। প্লিজ এ জায়গা থেকে সরে আসেন, পদত্যাগ করেন- যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তাদের একটা সরকার নির্বাচিত করতে পারে, তাদের একটা পার্লামেন্ট গঠন করতে পারে- তার ব্যবস্থা করেন।

খিলগাঁও থানাধীন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কবিরের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, সদস্য ফারুকুল ইসলাম, জামিলুর রহমান নয়ন প্রমুখ।