ভোলায় যুবদলের প্রস্ততি সভা

Thursday, September 21st, 2023

ভোলা : আগামী ২৩শে সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় রোডমার্চ সফলের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা যুবদল সভাপতি জামাল উদ্দীন লিটনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হারুনুর রশিদ শিশির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান শামীম।

এসময় হারুনুর রশিদ শিশির বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার আদায়ের যুগপৎ আন্দোলনের একদফা দাবিতে আগামী ২৩শে সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় রোডমার্চ সফলে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।