
স্টাফ করেসপন্ডেন্ট: বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশ এখন ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে। এটির নিরসন না হলে অস্থিরতা আরো বাড়বে। দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এটা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিষয়টি নিয়ে সবাইকে ভাবতে হবে। বিশেষ করে সরকারকে।’
শুক্রবার (২২ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামী বছর হবে সকল অর্থে নতুন বছর। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হলে সেটা হবে দেশে বিদেশে গ্রহণযোগ্য। এর বাইরে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আমাদের ব্যর্থ হওয়ার কোন সুযোগ নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্তি, দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং এই জালিম সরকারের হাত থেকে মুক্ত হতে হলে আমাদেরকে আরো উদ্যোমি হতে হবে। আমাদের নিজেদের মধ্যে যত মনোমালিন্য থাকুক না কেন সব ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কর্মসূচি গুলো সফল করতে হবে।’
সৈয়দ মেহেদী আহমেদ রুমী সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- খুলনা বিভাগ বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, মাহমুদ হাসান বাবু, ফরিদা বেগম, মাসুদ অরুণসহ প্রমুখ।