নিউ ইয়র্কে আ.লীগ-বিএনপির বোতল ছোড়াছুড়ি

Saturday, September 23rd, 2023

ঢাকা : দেশের বাইরে ক্ষমতাসীন আ.লীগ ও বিএনপি এক অপরের ওপর বোতল ছোড়াছুড়ি করেছে। জাতিসংঘের সদর দপ্তরের সামনে হাতাহাতি ও বোতল ছোড়াছুড়িতে জড়িয়েছে দু’দলের কর্মী সমর্থকেরা। এমতাবস্থায় দায়িত্বরত পুলিশ সদস্যরা দুই দলের নেতা-কর্মীদের ৪৬ স্ট্রিট সড়কের দু’মাথায় সরিয়ে দেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ৪৬ স্ট্রিট সড়কের সামনে এ ঘটনা ঘটে।

এদিন সকাল থেকেই জাতিসংঘের সদরদপ্তরের সামনের ৪৭ নম্বর সড়কে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকেরা। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকেরা একে অপরকে পানির বোতল ছুড়ে মারতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের সরিয়ে দেয় নিউইয়র্ক পুলিশ।

জানা যায়, আওয়ামী লীগ নিউইয়র্ক শাখার নেতা-কর্মীরা বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শান্তি সমাবেশ করছে, অন্যদিকে নিউইয়র্ক বিএনপির নেতা-কর্মীরা গো ব্যাক গোব্যাক স্লোগান দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে। দুই দলের সমাবেশ শান্তিপূর্ণ করতে সড়কের মাঝখান ব্যারিকেড দেয় নিউইয়র্ক পুলিশ।

এছাড়াও বিএনপির নেতা-কর্মীরা তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও খালেদা জিয়াকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য স্লোগান দিতে থাকেন।